মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপি জেলা সাহিত্য মেলা।
গতকাল (৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে দুই দিনব্যাপি সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর এর সভাপতিত্বে দুই দিনব্যাপি সাহিত্য মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অসিম কুমার উকিল এমপি,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বাংলা একাডেমী পরিচালক নুরুন্নাহার খানম,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। দুই দিনে এই সাহিত্য মেলায় জেলার তিনজন সাহিত্যিকের নির্বাচিত তিনটি প্রবন্ধ নিয়ে আলোচনা,স্বরচিত কবিতা পাঠ,সাহিত্য বিষয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই সাহিত্য মেলায় জেলার প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক অংশ গ্রহন করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post