Print Date & Time : 10 May 2025 Saturday 3:45 am

ম্যানেজিং কমিটির নির্বাচনে গোপনে মনোনয়ন বিক্রয়ের অভিযোগ!

কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকেই মনোনয়ন বিক্রয়ের দিন ধার্য করেন স্কুলের প্রধান শিক্ষক।

জানা যায়, ২২ নভেম্বর একটি স্থানীয় পত্রিকায় তফসিল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। তবে এলাকায় করা হয়নি মাইকিং। প্রচারণা ছাড়াই তরিঘরি করে তফসিল ঘোষণা ও একটি পক্ষের নিকট মনোনয়নপত্র বিক্রয় করাই এলাকায় চলছে নানা গুঞ্জন।

অভিভাবক সদস্যর মনোনয়নপত্র ক্রয় করতে ইচ্ছুক এমন কয়েকজন জানান, আমরা জানার আগেই মনোনয়নপত্র বিক্রয়ের সময় চলে গেছে। এই প্রথম দেখলাম শুধুমাত্র পত্রিকায় দিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা হলো তাও আবার পত্রিকা আমরা দেখিনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটি স্থনীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাও আবার ২২ তারিখের পত্রিকায়।

বর্তমান ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল বিজ্ঞপ্তি অভিভাবকদের না জানিয়ে, নোটিশ বোর্ডে প্রচার না করে, শ্রেণীকক্ষে প্রচার এবং এলাকায় মাইকিং না করে অতি গোপনে নিজেদের পক্ষের ব্যক্তিকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। শুধু তাই না, স্কুল ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলেও তাদের দাবী অভিভাবকদের।
পত্রিকার নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আগামী ১৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। মনোনয়নপত্র ২২, ২৩ ও ২৪ নভেম্বর বিক্রয়ের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৭ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর এবং নির্বাচন ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরো জানা যায়, ২২ ও ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় করেনি প্রধান শিক্ষক। ২৪ তারিখ বেলা ১২ থেকে মনোনয়নপত্র বিক্রয় শুরু করে তবে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীদের নিকট মনোনয়নপত্র বিক্রয় করেছেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি উফান আলী। এবিষয়ে তিনি কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মিরপুর উপজেলা চেয়ারম্যান, মিরপুর উপজেলার নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ মিরপুর থানাকে লিখিত অভিযোগ দেন।

লিখতে অভিযোগ সূত্রে জানা যায়, মশান মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক প্রতিনিধি নির্বাচনে ১০ ডিসেম্বর ২০২২ তারিখ নির্বাচন ঘোষনা করে এবং ২২, ২৩, ২৪ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রয়ের ঘোষনা থাকলেও ২২, ২৩ তারিখে কোন মনোয়ন ফরম বিক্রয় করেন নাই। ২৪ তারিখে দুপর ১২টার সময় মনোনয়ন ফরম বিক্রয় শুরু করে। কিন্তু ২২, ২৩ এই দুইদিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়ন ফরম এক পক্ষকে না দিয়ে তার মামাতো ভাই সাহানুর ইসলাম কে এবং তার চাচাতো ভাই মমিনুল হক ও তার লোক জনকে দিয়ে দেয়। অন্যন্য ফরম সংগ্রকারী প্রার্থীদের কোন মনোনয়ন ফরম উঠাতে দেয় নাই। স্কুল প্রাঙ্গনে উত্তেজনা শুরু হলে, এই বিষয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা শিক্ষা অফিসার এবং মিরপুর থানা অফিসার ইনচার্জ কে জানালে তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থালে যায় এবং পরিছিতি নিয়ন্ত্রণ করে। অফিসার ইনচার্জ ও শিক্ষা অফিসার তাৎক্ষনিক উপস্থিত আইন শৃংখলা বাহিনী এসআই মুরাদুল ইসলাম এর সম্মুখে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়নাল আবেদীন সাময়িকভাবে স্থগিত ঘোষনা করে এবং কোন ফরম বিক্রয় করা হবে না বলে মোবাইলে ঘোষনা দেয়। যদি ও নির্বাচনী বিধি অনুযায়ী সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনয়ন ফরম বিক্রয় করবে। প্রধান শিক্ষক আচরণ বিধি লঙ্ঘন করে। বর্তমান সভাপতি উফান আলী বলা সত্ত্বেও ২২, ২৩ তারিখে মনয়ন ফরম দেয় নাই।

মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২২ নভেম্বর দৈনিক হাওয়া পত্রিকায় নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে অন্যান্য অভিযোগের বিষয় এড়িয়ে যান।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন বলেন, আমি এখনও কোন কাগজপত্র হাতে পায়নি।