পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে খুলনার পাইকগাছায় র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এর পর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, লোপাকে’র উপ-পরিচালক মোহাঃ কামরুল হক, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, হাশমি সাকিব, শরিফুল ইসলাম রুবেল, মতিয়ার রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান, রাফিয়া আফরিন, শাহনাজ পারভীন, রিয়াজ মোর্শেদ রঞ্জু ও মোঃ আবু নাসের, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসীত কুমার সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সুমন সরকার, মৎস্য চাষী আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম, সুনীল মন্ডল, মানবেন্দ্র মন্ডলসহ অন্যন্যরা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post