Print Date & Time : 4 July 2025 Friday 9:44 am

ময়মনসিংহের ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বন্যায় কবলিত ৩০০ পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ০২ আগষ্ট) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১৫০টি পরিবারকে ও বিকালে ফুলপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৭৫টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়ার গুঁড়া পাঠানো হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//