দলীয় প্রতীক নৌকা পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত। নদে শতাধিক নৌকা ভাসিয়ে প্রচারণা চালান তিনি।
ব্রহ্মপুত্রের শান্ত জলে ভাসা নৌকায় অতিথি হন কৃষক, জেলে, কুমার-কামার, মুক্তিযোদ্ধা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, মসজিদের ইমাম, পুরোহিত। দেশাত্মবোধক, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গান চলে নৌকায় স্থাপিত অস্থায়ী মঞ্চে।
সদর আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। এসময আওয়ামী লীগ প্রার্থী মোহিত উর রহমান শান্ত ভোট চান নৌকা মার্কায়।
ব্রহ্মপুত্র নদের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ফুড পার্কের সামনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। সোমবার জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্যতিক্রমী এই আয়োজনের। নদের পাড়ের হাজারো দর্শক অভিবাদন জানায় নৌকার প্রার্থী শান্তকে। নৌকার মঞ্চে গিয়ে নানা রঙে কাগজের শত নৌকা ভাসানো হয়।
মোহিত উর রহমান শান্ত বলেন, এই শহরটি আজ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শহরের যানজট নিয়ে কাজ করা হবে। এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post