ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫২) চর সিরতা ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোনাপাড়া হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। কে ক্যাম্প তৈরি করবে এই নিয়ে রফিকুল ইসলাম এবং ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজুর (২৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। তবে, নাকের একটু ওপরে বাম পাশে কাটা জখমের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে আছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ওসি আরও জানান, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই-ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রফিকুল ইসলাম হার্টের রোগী ছিলেন, আগে দুবার স্ট্রোক করেছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//