Print Date & Time : 10 May 2025 Saturday 11:32 pm

ময়মনসিংহে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার ত্রিশাল থেকে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফ হায়দার আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলার ত্রিশালের বালিপাড়া ধলা এলাকা থেকে এককেজি গাজাসহ মাদক ব্যবসায়ী ঈশ্বরগঞ্জের রাকিবুলকে গ্রেফতার করে। এছাড়া এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ শিকারীকান্দা এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হায়দার আলীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও ত্রিশাল থানায় পৃথক মামলা দায়ের করা হয়। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

দৈনিক দেশতথ্য//এল//