Print Date & Time : 14 May 2025 Wednesday 6:32 am

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে আসাদ (১৮) নামে যুবক নিহত হয়েছে।

নিহত যুবক সদর উপজেলার ১১ নম্বর ঘাগড়া ইউনিয়নের চকনঝু এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চুরখাই প্রিয়কুঞ্জু পার্কের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদ তার বন্ধুদের সঙ্গে চুরখাই প্রিয়কুঞ্জু পার্কের সামনে কইচ্চার ঘাট ব্রিজে আড্ডা দিচ্ছিল। বন্ধুদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আসাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে ।

দৈনিক দেশতথ্য//এল//