ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশুসহ ১০ জনের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি পাঁচ শিশু হলো মীম, রাহিম, সোলেমান, ইয়াসিন, মানিক।
অন্যরা হলেন তরিকুল (৩০), সোহেল (৪৫), ইসমাইল (৩৩), কহিনুর ( ৪০), সালমা (৩৪)।
পুলিশ জানায়, কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করেন। তার ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//