Print Date & Time : 5 July 2025 Saturday 11:50 am

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছে আরো তিনজন। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার এ দুর্ঘটনায় ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, ‘নিহতদের একজন নারী ও একজন পুরুষ। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//