Print Date & Time : 15 May 2025 Thursday 9:31 pm

যতদিন জনগন চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে: কুষ্টিয়ায় হানিফ

বর্তমান সরকার ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট ক্ষমতায় টিকে থাকতে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্ত্যবের পেক্ষিতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিৎ। এতে অন্যের মাথা ব্যথা হওয়ার কোন কারণ নেই।

বিএনপির জনস্রোত দেখে ভয়ে কাঁপছে আওয়ামীলীগ। বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন- সংগ্রাম করে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল নয়। এই কথা যারা বলে তাদের আসলে হাস্যকর চিন্তা চেতনা।

নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জাল জালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এই দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও রাষ্ট ক্ষমতায় আসবে। হানিফ আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মাত্র সাড়ে ৯ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে এই ছোট্র শিশু শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল।

মঙ্গলবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারী কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জা//দৈনিক দেশতথ্য//১৮ অক্টোবর ২০২২//