বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নেই নির্ধারিত পার্কিং ব্যবস্থা। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের আশপাশে এলোমেলোভাবে সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি পার্ক করে রাখছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এতে নিত্যদিন চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রায়ই দেখা যায় সাইকেল ও মোটরসাইকেলের জটলা। এতে করে যাতায়াতের পথ সংকুচিত হয়ে পড়ে। অনেক সময় শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে প্রবেশেও বিঘ্ন ঘটে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহারিয়ার বলেন, “ক্লাসে ঢোকার সময় প্রায়ই সাইকেলের গ্যাপে পা আটকে পড়ে যাচ্ছি। আবার কখনো মোটরসাইকেলের হ্যান্ডেলে জামা আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এমন বিশৃঙ্খলা কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনো গ্যারেজ এখনও স্থাপন করা হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণের প্রক্রিয়া চলছে। তবে জায়গার স্বল্পতা ও বাজেট জটিলতার কারণে এখনো তা বাস্তবায়ন সম্ভব হয়নি।”
শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান চাচ্ছেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় গ্যারেজ নির্মাণ ও পার্কিং নীতিমালা প্রণয়ন না হলে ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কা বাড়বে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, “গার্ডেন নয়, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে শৃঙ্খলা চাই।”

Discussion about this post