Print Date & Time : 21 April 2025 Monday 1:16 pm

যথাযোগ্য মর্যাদায় মিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া মিরপুরে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশের প্রথম প্রহরে উপজেলা শহিদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।

এসময় মিরপুর উপজেলার প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শহীদ মিনারের পাদদেশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া মোনাজাত করেন।

শুক্রবার সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মিরপুর প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠন দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এবং ভাষা শহীদ ও জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করেন।