যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের লেজে যেন সব সময় বিতর্ক লেগে থাকে। কিছু দিন আগে সতের চাকরিপ্রার্থীকে আটকে সংবাদ শিরোনামের রেশ কাটতে না কাটতেই এবার ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে সালাম না দেওয়া ও লুঙ্গি উঁচু করে পরে তার সামনে চলাফেরার অভিযোগে এক ছাত্রকে ব্যাপক মারধর করেছেন তার অনুসারীরা।
তথ্য সূত্র জানিয়েছে,১৬ ফেব্রুয়ারি মাঞ্জুরুল রাত সাড়ে ১১টার দিকে শহীদ মসিয়ূর রহমান হলের ৩০১ নম্বর কক্ষ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার অনুসারী ব্যবস্থাপনা বিভাগের বহিস্কৃত ছাত্র ফয়সাল আহমেদ রকি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ছাত্র ইসাদ হোসেন, একই বিভাগের আল-আমিন, মুশফিক ও শেখ বিপুল হাসান, ফার্মেসি বিভাগের বহিষ্কৃত ছাত্র রাইসুল হক রানাসহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন তাকে ধরে ৩০৮ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে তারা অভিযোগ করেন, মাঞ্জুরুল যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে সালাম দেয় না এবং তার সামনে লুঙ্গি পরে চলাফেরা করে।
অভিযোগে আরও বলা হয়, কক্ষে নিয়ে মাঞ্জুরুলের বুকের ওপরে লাথি দিয়ে এলোপাথাড়ি মারধর করে নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম করেন। এ সময় তার চিৎকারে হলের অন্য ছাত্ররা এগিয়ে এলে অভিযুক্তরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যান।
শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা বলেন, ‘আমি এ অভিযোগের বিষয়ে অবগত নই। হলের ভিতরে কে লুঙ্গি পরবে, আর কে সালাম দিল, এ বিষয়ে আমার কোনো মাথাব্যথা নেই।
শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট মো. তানভীর ইসলাম বলেন, ‘গতকাল রাতে মারামারির ঘটনা শুনে আমি সহকারী প্রভোস্টদের নিয়ে হলে আসি। এসে দেখি, ভুক্তভোগী শিক্ষার্থীর মাথায় পানি ঢালা হচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ ফেব্রুয়ারী ২০২৪