Print Date & Time : 10 May 2025 Saturday 11:42 pm

যমুনা নদীতে ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের ইসলামপুরের যমুনা নদীতে বালুবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জন শ্রমিকের মধ্যে দুইজন নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুরের দিকে ফুলছুড়ির ফুটানি এলাকায় যমুনা নদী থেকে বালু তুলে দেওয়ানগঞ্জের টিনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বালু বোঝাই বলগেটটি ইসলামপুর উপজেলার পার্থশী ইউপির মোরাদাবাদঘাট এলাকায় আসছিল। নিখোঁজ শ্রমিকরা হলেন উপজেলার পার্থশী ইউপির শশাড়িবাড়ি খান পাড়ার গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে হুমায়ুন ও একই গ্রামের মৃত বকুলের ছেলে শাহেব আলী।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া বলগেটটি শনাক্ত করা যায়নি। তাই খুঁজতে দেরি হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//