Print Date & Time : 22 April 2025 Tuesday 11:41 am

যশোর- ১: আ.লীগ ও বিএনপির হাড্ডাহাডি লড়াই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ আসনটি শার্শা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৮৫ তম আসন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২ মাস বাকি । যদিও রাজনৈতিক মাঠে কুয়াশাচ্ছান্ন৷এখন থেকেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন।

যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনে অবস্থিত। এই নির্বাচনী এলাকার মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন। এ আসনে নারী ভোটার বেশি।
তবে সব দলের কাছেই আসনটি অধিক মর্যাদার। বিগত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৬ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ও জামায়াত একবার বিজয়ী হয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপি যদি উপযুক্ত প্রার্থী দিতে পারে তা হলে দু’দলের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জাতীয় পার্টি শক্তিহীন তবে জামায়াত চুপিচুপি প্রার্থী চূড়ান্ত করে রেখেছে।

এই আসনে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৭৯ সালে বিএনপির আলী তারেক, ১৯৮৬ সালে জাতীয় পার্টির ডা. নজরুল ইসলাম, ১৯৮৮ সালে জামায়াতের অ্যাডভোকেট নূর হোসেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ১৯৯৬ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ২০০১ সালে বিএনপির আলী কদর, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৪ সালে শেখ আফিল উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালেও শেখ আফিল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে শিল্পপতি আকিজ পরিবারের সন্তান শিল্পপতি শেখ আফিল উদ্দিন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন। সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সঙ্গে তার রয়েছে ঠাণ্ডা লড়াই।
এই আসনটিতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসানও প্রার্থী হতে চান।

বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু ও যুগ্ম আহ্বায়ক- হাসান জহির।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর-১ সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। বর্তমান শেখ আফিল উদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই আসনে একক নিয়ন্ত্রণ কর্তা হয়ে ওঠেন। তার বিপরীতে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন একটি দলীয় বলয় তৈরি করেছেন।
বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে। অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৮৫তম যশোর- ১ সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//