বিএনপির অবরোধের শেষ দিনে যশোরে ছাত্রদলের নেতাকর্মীরা তিনটি সরকারি কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
আজ সোমবার সকালে বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির শেষ দিন যশোরে বিক্ষিপ্তভাবে মিছিল, সড়কে টায়ার আগুন ও বিভিন্ন কলেজের গেটে তালা মেরে ব্যানার লাগিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে সড়কে সর্তক অবস্থানে ছিলো পুলিশ।
পরিবহন শ্রমিকরা জানান, স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম হওয়ায় এক ঘন্টা পর পর তারা গাড়ি ছাড়ছেন। তাতেও খরচের টাকা তুলতে পারছেন না তারা।
সূত্র বলছে, ভোরে যশোর বেনাপোল সড়ক, চৌগাছা সড়ক, যশোর-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা শার্শায় মিছিলকালে সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেয়। এছাড়া ছাত্রদলের কর্মীরা যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি পলিটেকনিক কলেজের গেটে তালা মেরে ব্যানার ঝুলিয়ে দেয়। ব্যানারে উল্লেখ করা হয়, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, এরকম কোন ঘটনা ঘটেনি৷সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমেলেন্দু বিশ্বাস জানান, আমার জানা নেই।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে এমন কোন খবর নেই। ,সব কলেজে পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post