Print Date & Time : 23 August 2025 Saturday 12:47 pm

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি :
যশোরের রেল গেটপাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোল বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে আটক করেছে বিজিবি।

আটককৃত রাজা ওরফে পিচ্চি রাজা ২৬, যশোর কোতোয়ালি থানার খোড়কী গ্রামের রেলগেট পশ্চিম পাড়া, এলাকার মজিবর ওরফে জাহাঙ্গীর, মিয়ার ছেলে।

বিজিবি এক প্রেসলিষ্টে জানিয়েছে আটক রাজার নিকট বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০২ বোতল বিদেশী মদ, ০১টি বার্মিজ চাকু, ০১টি মোবাইল এবং নগদ বাংলাদেশী ৪,২০০/-টাকা পাওয়া যায়।

এব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা এর নামে যশোর কতোয়ালী থানায় হত্যা, চাঁদা বাজি, ছিনতাই, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং মাদক নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। বর্তমানে সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকায় যশোরের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের জন্য তৎপর ছিল। অবশেষে বিজিবি’র অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।