যশোরকে বলা হয় সবজির রাজ্য ৷দেশের এক- তৃতাংশ সবজি সরবরাহ করা হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় যশোর সদরের বারীনগর সাতমাইল সবজির মোকাম থেকে ।
প্রতিদিন হাজার হাজার টন সবজি ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয় ৷ কিন্তু বিএনপি-জামায়াতের অবরোধে সবজি পরিবহন খরচ স্বাভাবিক সময়ের তুলনায় ৬ থেকে ৮ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে ক্রেতাদের উপর |
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে বলছে , জেলায় চলতি বছর সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ৭৫০ হেক্টর জমিতে বাঁধাকপি, ৭৬০ হেক্টর জমিতে ফুলকপি, ৫০০ হেক্টর জমিতে টমেটো, ৫০০ হেক্টরে বেগুন, পালংশাক ৩০৭ হেক্টর, মুলা ১০৫০ হেক্টর, লাল ও সবুজ শাক যথাক্রমে ৩০০ ও ২০০ হেক্টর এবং ৬৩০ হেক্টর জমিতে শিম আবাদ হয়েছে। এর মধ্যে ফলনে সাড়া ফেলেছে শিম।
সদরের মথুরাপুর এলাকার চাষি রহমান জানান, তিনি তার দুই বিঘা জমিতে মূলা চাষ করেছেন। সপ্তাহখানেক ধরে তিনি বাজারে মূলা বিক্রি করছেন। প্রথমদিকে কেজি প্রতি ৪০-৪৫ টাকা দরে বিক্রি করতে পারলেও আজ সর্বোচ্চ ২২ টাকা কেজি বিক্রি করতে হয়েছে।
ব্যসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় , স্বাভাবিক সময়ে যেখানে ৪ থেকে ৫ টন সবজি ঢাকায় পাঠাতে খরচ হয় ১৫ হাজার টাকা, রাজনৈতিক অস্থিরতাকালে সেটি ২০ থেকে ২২ হাজার টাকা লাগছ ৷
জেলায় সবজি পাইকার ব্যবসায়ী বলেন, আন্দোলনকারীরা কাঁচা সবজির ট্রাকে ঝামেলা করে না। কিন্তু ট্রাকের চালকরা রিস্ক নিতে একটু বেশি টাকা দাবি করেন।এরশাদ-খালেদা শাসনামলে কারফিউ, অসহযোগ আন্দোলন, অবরোধ, ধর্মঘট, হরতাল চলাকালেও ঢাকায় সবজি পাঠিয়েছি।
দৈনিক দেশতথ্য//এইচ//