Print Date & Time : 16 May 2025 Friday 4:47 am

যশোরে অর্ধপোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের ফতেপুর ইউনিয়নে বালিয়াডাঙ্গা মান্দিয়া গ্রাম থেকে অর্ধপোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহাসিন সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসায়ী দ্বন্দ্বে প্রতিপক্ষরে তাকে হত্যা করতে পারে বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোজ ছিলেন মহাসিন। তিনি তোলা নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে।

সূত্র জানিয়েছে, নিহতের স্বজনরা বলছেন মহাসিন সুদের ব্যবসা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে মহাসিনকে প্রতিপক্ষরা হত্যা করে লাশ ফতেপুরে ফেলে গেছে।
ফতেপুর আদর্শপাড়ার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছিলো। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাছাই করে পরিচয় শনাক্ত করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন,নিহতের স্বজনেরা থানায় রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//