Print Date & Time : 2 August 2025 Saturday 8:44 am

যশোরে অস্ত্রসহ ৪ চরমপন্থি গ্রেপ্তার

যশোরের মণিরামপুরে ডিবির হাতে অস্ত্রসহ ৪ চরমপন্থি গ্রেফতার হয়েছে । এসময় তাদের কাছথেকে একটি ওয়ান শুটারগান, একটি বোমা ও দুই কেজী বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস, মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল, নেহালপুর গ্রামের জাহিদ হাসান ও মহিষদিয়ার প্রান্তধর। এঘটনায় মণিরামপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

যশোর ডিবির কৰ্মকৰ্তা ওসি রুপন কুমার সরকার জানান, ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মণিরামপুর কুলটিয়া ও মহিষদিয়া গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আসামিরা চরমপন্থি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িত। শুধুই মণিরামপুরই না, তারা অভয়নগরের বিভিন্ন এলাকায় রয়েছে তাদের পদচারণা। তাদের মধ্যে অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলি ইউনিয়নের উত্তম মেম্বর হত্যামামলাসহ একাধিক মামলা রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//