নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোর শহরের বারান্দিপাড়ায় ছেলের বাড়ি বেড়াতে এসে ৭০ বছর বয়সী এক মা গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সামান্য দুই টাকার ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যার ঘটনা হাস্যকর-বলছেন স্থানীয়রা। নেপথ্যের রহস্য উদঘাটনে স্থানীয়রা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।নিহতের নাম ভানু বেগম (৭০)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, দুদিন আগে তিনি শহরের বারান্দিপাড়ায় ছেলে মোহাম্মদ ইসলামের বাসায় বেড়াতে আসেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন বলে পরিবারটি প্রচার দেন। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে উপস্থিত স্বজনরা মৃতদেহ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এতে সন্দেহ আরও জোরালো হয়েছে।
অপর দিকে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যশোরে ভৈরব নদে ডুবে মোবারক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া মালোপাড়া এলাকার মৃত মোবারক- বারান্দি মোল্লাপাড়া মালোপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মোবারক প্রকৃতির ডাকে সাড়া দিতে ভৈরব নদীর পাড়ে গেলে অসাবধানতা বসত পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post