নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরে সন্ত্রাসীরা যেন অপ্রিতিরোধ্য হয়ে গেছে। এদের রক্ত পিপাসা কোনভাবেই মিটছে না। এবার আকাশ সদ্দার(২৫)নামে ওয়েল্ডিং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গোল্ডেন সাব্বির, অনিক, সোহেল, ছোট আকাশ সহ কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।নিহত আকাশ সদ্দার যশোর শহরের শংকরপুর বটতলা এলাকার তোতা সদ্দার ছেলে। লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ভগ্নিপতি আনিসুর রহমান জানায়,আকাশ সরদার ওয়েল্ডিং মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে১২ টার দিকে সন্ত্রাসী গোল্ডেন সাব্বির ডেকে নিয়ে আসে। শংকরপুর বটতলায় আসলে পূর্ব শত্রুতায় আকাশের বাম পাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গোল্ডেন সাব্বিরের সাথে ছিল সোহেল, অনিক, সিরাজুল ও ছোট আকাশ। পরে খবর পেয়ে আমরা গুরুতর রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শফিকুর রহমান বলেন, আকাশের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ না হলে মরতো না।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কি কারনে তাকে হত্যা করা হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য একাধিক টিম অভিযানে আছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২৮,২০২৪//