Print Date & Time : 5 August 2025 Tuesday 8:40 pm

যশোরে ককটেল ও এয়ারগান উদ্ধার, গ্রেফতার ১৩

যশোর শহর ও বেনাপোলে থেকে র‍্যাবের পৃথক অভিযানে ৩০টি ককটেল বোমা ও একটি এয়ারগান উদ্ধারসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ৷

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ হইতে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল বোমা ও ১টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে পুলিশের নিয়মিত গ্রেপ্তার অভিযানে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, নারী ও শিশু নির্যাতন আইন, চুরি, ডাকাতি, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//