নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরে হত্যা, খুন ও ছুরিকাঘাত যেন নিত্য নৈমৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেন কোনভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছেনা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সদর উপজেলার চূড়ুমনকাঠি এলাকার দাশপাড়ার চয়ন দাশের ছেলে নবম শ্রেণীর ছাত্র চয়ন দাশ শানতলা নামক স্থানে খুন হয়েছে।হাসপাতালে ভর্তি বন্ধুদের দেখে ফেরার পথে চয়ন দাস নামে এক কিশোর খুন হয়েছে।
স্বজনরা জানান, শনিবার রাতে তাদের পাড়ার কিছু ছেলে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নাম যজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে ভোগের (খাবার) সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। এসময় স্বাধীন, দিপ্তসহ কয়েকজনক মারপিট ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চয়ন দাস এলাকার লোকজনের সঙ্গে রাত সাড়ে ১১ টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যান। রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে শানতলা এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও পার্থ প্রতিম চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার শ্বাসনালী, কাঁধের পেছনের হাড় ভাঙা ও থুতনিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল আলম চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সন্দেহভাজন ৪জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ ফেব্রুয়ারী ২০২৪