Print Date & Time : 3 August 2025 Sunday 5:35 am

যশোরে নিখোঁজ রিকশা চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি (যশোর):
যশোর-মাগুরা মহাসড়কে বাদশা মিয়া (৬৭) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত বাদশা মিয়া শহরের শংকরপুর চকদার পাড়া আকবরের মোড়ের মৃত মজিদ মিয়ার ছেলে। কয়েকদিন ধরে তাকে পাওয়া যাচ্ছিলনা

নিহতের ছেলে রাসেল ও রমজান অভিযোগ করে জানায়, বাবা রিকশা চালাতো। রবিবার প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফিরে আসেনি। আমরা থানায় অভিযোগ করি। পুলিশ সোমবার গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করে। বাবাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার জানতে পারি বাবার লাশ পড়ে আছে। যশোর-মাগুরা মহাসড়কের পাশে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকারীদের

আটকের জন্য একাধিক পুলিশের টিম অভিযানে আছে।

দৈনিক দেশতথ্য//এইচ//