নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরের পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে আটক করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাদের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যাকাণ্ডের একটি সিআর মামলা রয়েছে।
এনামুল ও রোবেল পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের (সিবিএ) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও বিগত সরকারের সময় বিভিন্ন অস্থিরতা, দমন-পীড়ন ও নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের সিবিএ অন্তর্ভুক্ত কর্মীদের নিয়ে ৮ আগষ্ট দুপুরে যশোরে একটি সম্মেলন চলছিল। হঠাৎ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তথ্য আসে যে, এনামুল ও রুবেল নাশকতা মামলার আসামি। এরপর ডিবির একটি দল গিয়ে তাদের হেফাজতে নেয়।এই ঘটনায় সম্মেলনস্থলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অনেকেই স্থান ত্যাগ করেন। পরে ওই দুই নেতাকে যশোর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ হেফাজতে নেওয়া মো. এনামুল হক টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ময়নাল হকের ছেলে। অন্যদিকে, মো. রোবেল হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর ছেলে। দু’জনই ঢাকা দক্ষিণ যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত বলে পুলিশ জানতে পেরেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি এই দুই ব্যক্তি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ্থর (রেজি. নম্বর- বি-২২১৫) উদ্যোগে খুলনা বিভাগীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মো. এনামুল হক প্রধান অতিথি এবং মো. রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালে দুপুরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন। এছাড়া ময়মনসিংহের একটি ঘটনায় রুজু করা মামলায় এই দুইজনের নাম আছে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে সম্মেলন চলাকালে হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার উল্লিখিত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এডিশনাল এসপি বাশার।

Discussion about this post