Print Date & Time : 22 April 2025 Tuesday 2:22 pm

যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

যশোরের রুপদিয়া নরেন্দ্রপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাবলু (৫৮) নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়া থেকে তাকে আটক করা হয় ৷ আটক মোহাম্মদ বাবলু ওই গ্রামের বাসিন্দা।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শনিবার দুপুর দুইটার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হয় দোকান থেকে খাবার কিনে বাড়ি যাবার পথে বাবলু ওই কিশোরীকে ফুঁসলিয়ে মোল্লাপাড়ায় একটি বাড়ির পাশে নিয়ে জোর করে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই তাকে আটক করা হয়।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//