যশোরে নাশকতার মামলায় বিএনপি নেতা মনাসহ অঙ্গসংগঠনের ৯৭ জন নেতকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই আনছারুল হক।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৪ ডিসেম্বর নিয়মিত টহলের সময় সকাল ৬টার দিকে শহরের দড়াটানায় অবস্থানকালে পরিদর্শক রেজাউল করিম সংবাদ পান লালদিঘীর পূর্বপাড়ে হরিসভা মন্দিরের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আরো পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি ককটেল ও পাথরের খোয়া উদ্ধার করা হয়। যা তারা নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে নিয়ে এসেছিলো।
এ ঘটনায় পরিদর্শক রেজাউল কমির বাদী হয়ে আটক ১৭ জনসহ ৪১ জনের নাম উল্লেখ করে অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৯৭ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post