Print Date & Time : 30 July 2025 Wednesday 8:43 pm

যশোরে মাটিবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

মামার সাথে মোটর সাইকেলে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ট্রাকচাপায় নদী (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার মামা গুরুত্বর আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সদর উপজেলার ঘুরুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত নদী ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে।

পুলিশ ওনিহতের ভাই বলেন, আমি বাড়িতে ছিলাম। আমার মামা তাকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঘুরুলিয়া বাজারে পৌঁছালে সামনের দিকে থেকে একটা মাটির ট্রাক তাদেরকে চাপা দেয়। সাথে সাথে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোন নদীকে মৃত ঘোষণা করেন। মামাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে জানানো হবে ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪