Print Date & Time : 9 July 2025 Wednesday 4:37 am

যশোরে যুবলীগ নেতা খুন

নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরের সদর উপজেলার চুড়ামনকাটিতে প্রতিপক্ষের দায়ের কোপে ইউনিয়ন যুবলীগ নেতা শিমুল হোসেন (৪২) নিহত হয়েছে।

বৃহস্পতিবার ২১ মার্চ গোবিলা শেরেকুলির বাড়ির সামনে পৌছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত সদর উপজেলার গোবিলা গ্রামের মকলেছুর রহমানের ছেলে। এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত শিমুলের নামে কয়েকটি মামলা রয়েছে। হত্যাকান্ডটি রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে হয়েছে। এলাকার একটি কিশোর গ্যাং এই হত্যায় জড়িত।
শিমুল ওয়ার্ড যুবলীগের সম্পাদক ছাড়াও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য। তার তিন মেয়ে রয়েছে। আধিপত্য নিয়ে এলাকায় তার কয়েকটি প্রতিপক্ষ তৈরি হয় বলেও তথ্য মিলেছে। স্বজনরা জানান-হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

চুড়ামনকাঠি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার জানান-নিহত যুবক আমার আত্মীয়। তাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গোবিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সৌমিক সাহা বলেন, শিমুলের মাথার পেছনের শিরা ধারালো অস্ত্রের আঘাতে কেটে মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব শত্রুতার কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//