আগামী ২০ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে৷
যশোরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার ৭৩২টি পূজা মন্ডপগুলোয় ২ হাজার পুলিশ ও ২২৮৬ আনসার সদস্য এবং ডিএসবি দায়িত্ব পালনের পাশাপাশি মন্ডপে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল জানান, জেলার ৭৩২পি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১৬৭, কেশবপুরে ৯৮, মণিরামপুরে ৯৯, ঝিকরগাছায় ৫৬, শার্শায় ৩২, অভয়নগরে ১৩৪, চৌগাছায় ৪৯ ও বাঘারপাড়ায় ৯৭টি মন্ডপে পূজা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, গত বছরের চেয়ে এবার ২টি পূজা মন্ডপ বেড়েছে।
আনসারের সহকারী জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম বলেন, পূজামন্ডগুলোয় ২ হাজার ৮৬ আসনার সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংঙ্কর দাস রতন বলেন, পূজার প্রস্তুতি চলছে। প্রতিবারের মতো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজকে নিয়ে পূজা অনুষ্ঠান করা হবে। পৌর এলাকার ৪৩টি মন্ডপে পূজা হবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জেলায় দুর্গা পূজায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ইউনিফর্ম পরা ও সাদা পোশাকের ২ হাজার পুলিশ। পাশাপাশি থাকবে ডিএসবি ও আনসার। প্রত্যেক ইউনিয়নে একজন বিট অফিসার ও সহকারী বিট অফিসার দায়িত্ব পালন করবে।
দৈনিক দেশতথ্য//এইচ//