Print Date & Time : 7 July 2025 Monday 1:18 am

যশোরে শিক্ষককে কুপিয়ে দু-পা বিছিন্ন

চাঁদা দিতে অস্বীকার এবং মামলা করায় প্লট ব্যবসায়ী ও মাদরাসা শিক্ষক আব্দুল মালেক (৫২) কে কুপিয়ে দুই পা বিছিন্ন করে দিয়েছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে যশোর সদরের আরবপুরে। তিনি আরবপুর রেললাইন এলাকার মৃত আক্কাজ আলীর ছেলে ও উপশহর আলীয়া মাদ্রাসার শিক্ষক।

আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতের প্রতিবেশি মফিজুর রহমান বলেন, শুক্রবার (২৯ ডিসেম্বর) এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড় মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় মামুনের নেতৃত্বে ৭/৮ জন। তারা আব্দুল মালেকের কাছে চাঁদা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। এ চাঁদা না দেওয়ায় দূর্বৃত্তদের জমিতে বসে মাদক সেবন করে এবং স্থানীয়দের বিরক্ত করতো। এজন্য কিছুদিন আগে আব্দুল মালেক থানায় মামলা করে। মামলা করার কারণে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মালেককে দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//