Print Date & Time : 10 May 2025 Saturday 11:13 pm

যশোরে শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিনিধি (যশোর)
ফুটবল খেলাকে কেন্দ্র করে যশোরে নুর হোসেন (২২) এক শিক্ষার্থীকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার রাত নয়টার দিকে শংকরপুর আকবরের মোড় বারেক সড়কে এ ঘটনা ঘটে।

এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটেছে। নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলোযোগ বাধে। যা স্থানীয়রা মিমাংশার চেষ্টা করে। কিন্তু রেশ থেকে যায়।
শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার সন্ত্রাসী পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরুকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। পরবর্তিতে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//