Print Date & Time : 4 August 2025 Monday 3:48 am

যশোরে শেখ আফিলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, যশোর
যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলগাছি গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু এই মামলাটি করেছেন।মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আগামি সাত কার্যদিবসের মধ্যে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য শার্শা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় মিন্টু দাবি করেছেন, যশোর জেলা আইনজীবী সমিতিতে তার ‘ল’ চেম্বার রয়েছে। এছাড়াও তার আরেকটি চেম্বার রয়েছে নিজবাড়ি সংলগ্ন। সেখানে বসে তিনি এলাকার মানুষের আইনি সেবা দেন। ২০২২ সালের ২৫ অক্টোবর নিজ এলাকার চেম্বারে বসে ছিলেন। এমন সময় শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশে অন্য আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে অফিসে হামলা চালায়।

অন্য আসামিরা হলেন, শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের কবীর উদ্দীন তোতা, একই গ্রামের চারভাই রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মন্টু, তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম, একই গ্রামের শান্টু ওরফে কালু, আব্দুস ছাত্তার, শার্শা টিএন্ডটি অফিস এলাকার আসাদুজ্জামান আসাদ, শার্শা গ্রামের আদিল এবং উত্তর বুরুজ বাগানের হাফিজুর রহমান মিন্টু।