নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় অন্তত দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যশোরে-নড়াইল সড়কের তারাগঞ্জ এলাকায় সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস উল্টে ২জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এছাড়া একই সড়কের হামিদপুরে আরেকটি ঘটনায় ট্রাক চাপায় আরও একজন নিহত হয়েছেন।
তারাগঞ্জ এলাকায় নিহতদের একজন বাসযাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০)। অন্যজন বাসটির সুপারভাইজার। ২৭ মে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে রাঙামাটি হতে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনে একটি ইটভাটার ২০/২৫ জন শ্রমিক ওই পরিবহনটি ভাড়া করে। রাঙামাটি হতে সাতক্ষীরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত একজন হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃত আসান আলী মন্ডলের ছেলে হাসেম আলী (৪০)। অপরজন পরিবহনের সুপারভাইজার বলে ধারণা করছে পুলিশ।
বাস উল্টে প্রায় ১০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়। তারা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।অপরদিকে, এ ঘটনার পরপরই যশোরের হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post