যশোরের সড়কে যেন যমদূত বসে আছে ৷গত ২৪ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় চৌগাছায় ৩জন ও মণিবামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ।
সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার হাজরাখানা রোডে শাওন (২২) নামের এক যুবক নিহত হন।
তিনি পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরের বাতানগাছি শংকরহুদা গ্রামের মাসুদের ছেলে। ১২ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল ২ যুবক । ফাঁকা রাস্তায় বেশ গতিতে যাওয়া মোটরসাইকেলের সামনে রাস্তায় থাকা বিচুলী বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের আলী বক্সের ছেলে নুরুল ইসলাম (৪০) ও একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আইয়ুব আলী (৬০)। একের পর এক হতাহতের ঘটনায় পরিবারগুলো ছাড়াও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া অব্যহত আছে। অভিযুক্ত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবং নিহতদেরকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মণিরামপুরে পুকুরে ডুবে জাবের হোসেন নামে তিনবছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। জাবের ওই গ্রামের সাহাবুর খানের ছেলে।
জাবেরের চাচাতো ভাই এনামুল হক জানান, সকালে জাবের বাড়িতে খেলছিলো। একপর্যায়ে তার মা ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশীর পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার দেন। পরে দ্রুত জাবেরকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী মেডিক্যাল অফিসার আলেক উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//