যশোরের পাঁচ থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তারা হলেন, ঝিকরগাছার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায়, বেনাপোল পোর্টথানার ওসি কামাল হোসেন ভূইয়াকে ঝিকরগাছা থানায়, শার্শার এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায়, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী হাসানকে মণিরামপুর থানায় ও মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় স্থানান্তর করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post