Print Date & Time : 21 July 2025 Monday 2:41 am

যশোরে ৬ মোটর সাইকেল উদ্ধার , আটক ৫

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের পাঁচ সদস্যকে করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার আল আমিন , চুয়াডাঙ্গার সাগর আহম্মেদ নিলু আলমডাঙ্গা উপজেলার শুভ, সেলিম রেজা ও কুষ্টিয়া দৌলতপুর আইয়ুব আলী মালিখা।

ডিবি পুলিশ জানান, গত পহেলা আগস্ট যশোর সদর ‍উপজেলার গাজীর দরগাহ তেঘরিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি নিয়ে কাজ শুরু করে এলআইসি টিম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আল আমিনকে আটক করে। পরে তার কাছেথেকে একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি উদ্ধার করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালায় ডিবির টিম।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, সদর ‍উপজেলার গাজীর দরগাহ তেঘরিয়া গ্রামের জাহিদুলের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি নিয়ে কাজ শুরু করে এলআইসি টিম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে ।আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা চিহ্নিত চোর। এ ঘটনা মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//