Print Date & Time : 21 July 2025 Monday 5:13 am

যশোর মেডিকেল কলেজে ২১ শিক্ষককে শোকজ

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে যশোর মেডিকেল কলেজের (যমেক) ২১ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গত অক্টোবর মাসজুড়ে শিক্ষকদের কর্মস্থলে উপস্থিতিসহ সকল কার্যক্রমের ওপর নজরদারি করা হয়।

যমেক সূত্র জানায়,বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনা করে দেখা যায়, কর্তৃপক্ষের অনুমতি এবং অনুমোদন ছাড়াই ২১ জন শিক্ষক অব্যাহতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
তাদের মধ্যে রয়েছেন, সহযোগী অধ্যাপক ৭ জন, সহকারী অধ্যাপক ৬ জন ও প্রভাষক ৮ জন। প্রাথমিক ধাপে ৭ নভেম্বর প্রত্যেককে শোকজ নোটিশ দেয়া হয়। শোকজের জবাব তিন কর্মদিবসের মধ্যে দিতে নির্দেশ দেয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পর পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কলেজের একাডেমিক অর্থাৎ পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং হাসপাতালে আগত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

কলেজ অধ্যক্ষ আবু হাসনাত আহসান হাবিব সাংবাদিকদের বলেন, শিক্ষকদের অফিস ফাঁকির কারণে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কলেজের সুনাম ক্ষুণ্ণ হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//