নিজস্ব প্রতিনিধি (যশোর): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
১৮ মে রাতে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে,গত ১৬ মে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ফাতেমা আনোয়ারকে বলতে শোনা গেছে, ‘প্রধানমন্ত্রীর জামাতা বিএনপি করেন, তার স্বামী ছাত্রদলের সাবেক নেতা। একই পরিবারের সদস্যরা একাধিক দল করতেই পারে’। এ ভিডিও ছড়িয়ে পড়লে তা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ফাতেমা আনোয়ারকে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পদ ও প্রাথমিক সদস্য পদ বাতিলসহ কেন্দ্রের কাছে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//