Print Date & Time : 15 July 2025 Tuesday 5:34 am

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার

নিজস্ব প্রতিনিধি (যশোর ): এবার যশোর শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৬২ হাজার ৭০০ জন পরীক্ষার্থী।
তার মধ্যে ৭৯ হাজার ৯৯১ জন ছাত্র ও ৮২ হাজার ৭০৯ ছাত্রী। ছাত্রের চেয়ে দুই হাজার ৭১৮ জন ছাত্রী বেশি।সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র মতে , যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ৬২ হাজার ৭০০ জন। তার মধ্যে নিয়মিত এক লাখ ৪২ হাজার ৪৯২ জন ও অনিয়মিত ২০ হাজার ৮২ জন। এছাড়াও মান উন্নয়ন পরীক্ষা দেবে ১২৬ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে ৪১ হাজার ৬৩১ জন, মানবিক বিভাগে এক লাখ দুই হাজার ৯৫৮ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ১৮ হাজার ১১১ জন।
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছে খুলনা জেলায় ২৪ হাজার ১২৯ জন, বাগেরহাট জেলায় ১৩ হাজার ৯৪৭ জন, সাতক্ষীরা জেলায় ১৬ হাজার ৯৯৪ জন, কুষ্টিয়া জেলায় ২৩ হাজার ১৫৪ জন, চুয়াডাঙ্গা জেলায় ১১ হাজার ২০৪ জন, মেহেরপুর জেলায় সাত হাজার ৭৮২ জন, যশোর জেলায় ২৬ হাজার ৯০১ জন, নড়াইল জেলায় আট হাজার ২১ জন, ঝিনাইদহ জেলায় ১৯ হাজার ৪৫০ জন ও মাগুরা জেলায় ১১ হাজার ১১৮ জন। যশোর শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের দুই হাজার ৫৬৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে অংশ নেবে।

দৈনিক দেশতথ্য//এইচ//