Print Date & Time : 6 August 2025 Wednesday 1:43 am

যাত্রাপুরে ৯০ পরিবারের মাঝে তৃপ্তির ইফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাহে বুটের যে দাম, আইজ ৮ দিন থাকি চাইল ভাজা দিয়া ইফতারি করি। ছোলা বুটের নাগাল না পাই। তোমার গুলার চাউল, ডাইল, বুট পায়া খুব ভালো নাগছে।’ এভাবেই কথাগুলো বলছিলেন চর ইয়ুথনেটের বাসিন্দা ছামিনা বেগম। শুধু ছামিনা নয়, তার মতো কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ৯০টি পরিবার পবিত্র মাহে রমজানে খাদ্য সামগ্রী পেয়ে দারুণ খুশি হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে ৯০টি পরিবারের মাঝে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেটের মাধ্যমে যৌথভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট।

তৃপ্তির রমজানে দেয়া এই খাদ্য সামগ্রীতে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি ছোলা।

বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সজিব, যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর, ইয়ুথনেটের জেলা সমন্বয়কারী সুজন মোহন্ত, ইয়ুথনেট সদস্য রিফাত সরকার, রুবাইয়া জান্নাত, জান্নাতুল তহুরা তন্নি, তানিম প্রমুখ।

যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘এখন জিনিসপত্রের যে দাম, কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকায় এই রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ করলো এতে চরের সুবিধা বঞ্চিত এই মানুষগুলোর খুবই উপকৃত হল। এ রকম মানবিক কাজ সবার করা দরকার।’

দৈনিক দেশতথ্য//এইচ//