পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাস থেকে ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার পাখিমারা
বাজার থেকে কচ্ছপ গুলি কুয়াকাটা-ঢাকা গামী ডলফিন বাসে নেয়ার সময় কোষ্টগার্ড সদস্যরা দু’টি বস্তা বোঝাই কচ্ছপ গুলো উদ্ধার করে। তবে কচ্ছপ গুলোর শিকারী কে কিংবা বাসে কে রেখেছে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি।
কচ্ছপ গুলোর উপরি অংশে হলুদ চক্কর চক্কর রয়েছে।
এনিমেল লাভার্স কলাপাড়া শাখার সদস্য বায়েজীদ মুন্সি বলেন, এ কচ্ছপ গুলো সুন্ধি প্রজাতির কচ্ছপ । যশোর এলাকায় বিক্রির উদ্দেশ্যে এ গুলো নেয়া হচ্ছিল। পরে মহিপুর বন বিভাগের কাছে এ গুলো হস্তান্তর করা হয়।
মহিপুর বনবিভাগ এবং এনিমেল লাভার্স সদস্যদের উপস্থিতিতে শুক্রবার দুপুরে কচ্ছপ গুলো মহিপুর রেঞ্জের আওতাধীন বনবিভাগে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডলফিন নামের যাত্রীবাহি বাস থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়ছে। পরে মহিপুর বনবিভাগের কাছে কচ্ছপ গুলো হস্তান্তর করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post