মৌলভীবাজারের কুলাউড়ার যাবজ্জবীন সাজাপ্রাপ্ত আসামী লাল মিয়া ওরফে লালু (৪০) কে সিলেট নগরীর মেজরটিলা এলাকা হতে শুক্রবার (০৯ জুন) গভীর রাতে র্যাব-০৯ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। আটক লাল মিয়া কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জ্বালাই গ্রামের মৃত আতর মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও সিলেট র্যাব -০৯ এর সহযোগিতায় সিলেট নগরীর মেজরটিলা এলাকায় অভিযান চালিয়ে (জি-আর ১৪৪১/১৩, দায়রা-১৮৫৪/১৩, ধারা ৩০২/৩৪) এর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেপ্তার করে।
বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে মো. আব্দুছ ছালেক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেপ্তার করা হয়। সিলেটে সে আত্মগোপনে ছিলো। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২৩//

Discussion about this post