নিজস্ব প্রতিবেদক: দলের মধ্যে কোনো গ্রুপিংয় চলবে না। যারা দলের মধ্যে গ্রুপিং করতে চাই তাদের দলীয় ভাবে উচিত শিক্ষা দেওয়া হবে। গ্রুপিং ছাড়া সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কুষ্টিয়ার কুমারখালীর কয়া বাজার ইকোপার্কে কয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক, আমরা চাই সবাই একাতাবদ্ধ হয়ে কাজ করতে। একাতাবদ্ধতার কোনো বিকল্প নাই।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমি যদি আমার গায়ের চামড়া কেটে জুটা বানিয়ে দিই তবুও আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। যত প্রতিকূল অবস্থার সৃষ্টি হোক আমি ধানের শীষে ভোট করবো। আপনারা আমার সাথে থাকবেন।
এসময় কর্মী সমাবেশে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসউজ্জামান আনিস, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম মিলন।
এ কর্মী সমাবেশে ও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ওহিদুল ইসলাম সাবু, উপজেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা মৎসজীবী দলের সভাপতি ঝণ্টু বিশ্বাস প্রমুখ।
এছাড়াও এ সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এ সমাবেশের শুরুতে অনুষ্ঠানে কোরাআন তেলোয়াত করেন কয়া ইউনিয়ন বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী মন্ডল।

Discussion about this post