
ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান তারেক খান আমেরিকার নিউ জার্সিতে বসবাস করেন। তিনি ফ্লোরিডার অথেঞ্জ এভিনিউতে চল্লিশ বিঘা জমির উপর গ্রীণ হরাইজন এগ্রোফার্মেএর মালিক। ওই ফার্ম নানা প্রকার শাক সবজি চাষ করে তিনি ব্যাপক সফলতা দেখিয়েছেন।
এই অর্জনের স্বীকৃতি স্বরুপ তাকে রাষ্ট্রীয় পুরস্কার যুক্তরাষ্ট্র ২০২২ মানবতা কমিনিটি বেষ্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডেমোক্রেডিট পাটির চেয়ারম্যান জন কেরির হাত থেকে তিনি সম্মননা গ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো সম্মাননা গ্রহণ করেন, যুক্তরাষ্ট্রের পুলিশ কমিশনার রিচার্চ বানিক ও সিটি মেয়র অ্যন্দ্র সায়ে। এছাড়াও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হোসেন পাঠান বাচ্চুসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজ নিজ কাজে অবদান রাখায় সন্মানিত হয়েছেন।
এই অর্জনের স্বীকৃতি স্বরুপ তাকে রাষ্ট্রীয় পুরস্কার যুক্তরাষ্ট্র ২০২২ মানবতা কমিনিটি বেষ্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডেমোক্রেডিট পাটির চেয়ারম্যান জন কেরির হাত থেকে তিনি সম্মননা গ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো সম্মাননা গ্রহণ করেন, যুক্তরাষ্ট্রের পুলিশ কমিশনার রিচার্চ বানিক ও সিটি মেয়র অ্যন্দ্র সায়ে। এছাড়াও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হোসেন পাঠান বাচ্চুসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজ নিজ কাজে অবদান রাখায় সন্মানিত হয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১,২০২২//

Discussion about this post