Print Date & Time : 4 July 2025 Friday 6:28 pm

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন

মৌলভবিাজার প্রতিনিধি: জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কৃত্রিম পা প্রদান করা হয়েছে।

গতকাল (৯ ফেব্রুয়ারী) বুধবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজির জন্য কৃত্রিম পা  এর ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে তিনি জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুশাসন পালনে জেলা প্রশাসন, মৌলভীবাজার বদ্ধপরিকর এবং এই উদ্যোগের অংশ হতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত গর্বিত। উল্লেখ্য জেলা প্রশাসক এর গণশুনানিতে ১৯৭১ এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি (৬৯) তার শারীরিক সমস্যার কথা জানান।

দৈনিক দেশতথ্য//এল//