Print Date & Time : 25 August 2025 Monday 8:35 am

যুদ্ধ বন্ধ করতে পুতিনের উদ্দেশে পেলের খোলা চিঠি

ইউক্রেনের উপর রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি লিখেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। রাশিয়ার এমন আগ্রাসনে বড় ক্ষতির শিকার হয়েছে দেশটি। ক্ষতিগ্রস্ত দেশটির উপর থেকে রাশিয়ার আক্রমণ বন্ধ করতে নানান দেশের নানান মানুষ সংহতি জানিয়েছে। বুধবার (২ জুন) ইউক্রেন ও স্কটল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ইনস্টাগ্রামে এমন বার্তা দিয়েছেন তিনি।

পেলে লিখেছেন, ‘আমি আজকের খেলাটিকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই: এই হামলা বন্ধ করুন। সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে, এমন কোনো যুক্তি নেই। এই সংঘাত অন্যায়, অযৌক্তিক। এ সংঘাত ব্যথা, ভয়, আতঙ্ক ও যন্ত্রণা ছাড়া কিছুই বয়ে আনছে না।’

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৬.৫১ পিএম