নিজস্ব প্রতিনিধি : সরকারি হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, ডাক্তার নার্সদের বিরুদ্ধে রোগীদের সাথে অসদাচরণসহ নানাবিধ সমস্যায় জর্জরিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ক্ষোভ ঝারলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।
রোববার (২০ জুলাই) দুপুরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে রোগীদের সাথে কথা বলে ও হাসপাতালের সার্বিক অবস্থা সরেজমিনে, দেখে হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই কেন্দ্রীয় যুব নেতা।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, ডাক্তার ঠিকমত আসেন না, মাঝেমধ্যে নার্স এসে দেখে যান। তবে নার্সদের কোন সমস্যায় ডাকলে তারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে।
এছাড়াও তার অভিযোগ করেন, হাসপাতালের পরিবেশ খুবই নোংরা, যেখানে সেখানে ময়লা আবর্জনায় ছড়াছড়ি।
এছাড়াও খাবারের মান নিয়েও রয়েছে তাদের নানা অভিযোগ।
স্মারকলিপি প্রদানকালে শাকিল আহমেদ তিয়াস বলেন,এই সরকারি হাসপাতালের বেশিরভাগ সেবা গ্রহীতা এই অঞ্চলের নিম্ন আয়ের সাধারণ খেটে খাওয়া মানুষ। তবে আজ এখানে এসে যে চিত্র সরেজমিনে, দেখলাম তাতে আমার মনে হয় না এখানে মানুষ এসে যথাযথ সেবা পাচ্ছেন। তাই হাসপাতালের সেবার মান উন্নয়নে ৬ দফা দাবিতে স্মারকলিপি দিলাম। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান হবে। আমি স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমাকে হাসপাতালের সমস্যা গুলো দ্রুতই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন।
সেসময় কুমারখালী হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালে ৫০ জন রুগীর ধারনা ক্ষমতা থাকলে ভর্তি থাকে প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন রোগী। অপর দিকে মাত্র দুই জন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে এছাড়াও প্রতিটি বিভাগে জনবল সংকট।
তবুও আমি চেষ্টা করে যাচ্ছি এই সল্প জনগণ দিয়েই পর্যাপ্ত সেবা দেবার। আমরা একটি স্মারকলিপি হাতে পেয়েছি চেষ্টা করছি সেসকল সমস্যা দ্রুত সমাধানের।